Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘তরুণ সমাজের মাধ্যমেই দুর্নীতি নির্মূল হবে’

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ ¯েøাগানে গতকাল (শনিবার) সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের বার্ষিক সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বার্ষিক কর্ম-পরিকল্পনা ও অগ্রগতি উপস্থাপন করেন টিআইবি চট্টগ্রামের এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। টিআইবির চলমান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদেক চৌধুরী। টিআইবি’র ইয়েস কার্যক্রমের উপর উপস্থাপনা করেন টিআইবির সাধারণ পর্ষদ সদস্য প্রকৌশলী মোঃ দেলেয়ার হোসেন মজুমদার ও ইয়েস দলনেতা প্রীতি দাশ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনাক উপদেষ্টা ও ইস্ট ডেলটা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর সিকান্দর খান বলেন, তরুণ সমাজের মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। তিনি রাজনৈতিক সদিচ্ছার উপর গুরুত্ব আরোপ করে টিআইবির কাজের গুরুত্বপূর্ণ অবদান হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গবেষণার কথা উল্লেখ করেন। বক্তব্য রাখেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া, রওশন আরা চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শুভ্রা বিশ^াস, ডা. আসিফ খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ