Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রশ্ন ফাঁসের অভিযোগ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে একটি বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান আহম্মদ (২৪) ও বেলাল হোসাইন (২৩) নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রর‌্যাব-২। গতকাল র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকায় ঢাকা ওরিয়েন্টাল কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়। তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি আরো বলেন, দু’জন ফেসবুকে সেমেস্টি-২০১৮ গ্রæপ নামে একটি গ্রæপে যুক্ত হন। পরে গ্রæুপের অ্যাডমিনের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে এসএসসি পরীক্ষার্থীদের সরবরাহ করতো। বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো তারা। গ্রেফতারকৃত দু’জন এর আগেও বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ