পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার নবম দিনেও বন্ধ রাখা হয়েছে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড। এ সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা। অন্যদিকে অন্যান্য দিনের মতোই কারাগারে সময় কেটেছে বেগম খালেদা জিয়ার। সময় ফেলেই তিনি ইবাদত করে পাড় করছেন। গতকাল দলীয় নেতা-কর্মীরা পুরানত কেন্দ্রীয় কারাগারে যান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে। কিন্তু কারাকর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তারা ফিরে যান। এ সময় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘ মোনাজাত করেন। পরে তারা ফিরে যান। গতকাল শুক্রবার পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকা ঘুরে দেখা গেছে, নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজার মোড় থেকে দক্ষিণ দিকে যানবাহন চলছে না। অন্যদিকে বেগম বাজার চান হোটেল, আবুল হাসনাত রোডে জেলখানার ঢাল, চক বাজার হাজী সেলিম টাওয়ার থেকে উত্তর দিকে কোনো যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ। এসব পয়েন্টে কাঁটাতারের বেরিকেড দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। বাইসাইকেল, রিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাধারনত অনেক জেরার পর হেটে যেতে হচ্ছে লোকজনকে। চকবাজারের পাইকারি মার্কেট থেকে যারা মালামাল কিনে ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে যান তাদের ভোগান্তি সবচেয়ে বেশি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। নাজিম উদ্দিন রোড বন্ধ থাকায় বিকল্প রোডে যানবাহন চলছে। এতে এসব রোডে যানজট লেগেই থাকছে। পথচারীদের ব্যাগ তল্লাশিতে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, রোড বন্ধ থাকায় বিকল্প পথে অনেক দূর ঘুরে আসতে হচ্ছে। আর ঘুরে আসতে গিয়ে সেসব রোডে যানজট লাগছে আরও বেশি। কারা অধিদফতরের একজন কর্মকর্তা দৈনিক ইনকিলাবকে জানান, পুরাতন কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রয়েছে। সিসি ক্যামেরায় কারাগারের চারদিকে পরিবেশ পর্যবেক্ষন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।