Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

শান্তি প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা চির ভাস্বর -রাজারবাগে স্পিকার

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান অনস্বীকার্য। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা লাভের পর যুদ্ধ-বিধ্বস্ত দেশে শান্তি ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর অগ্রণী ভূমিকা চির ভাস্বর। গতকাল শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির স্পিকার আরো বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ সদস্যদের কল্যাণে কাজ করছেন, যা সম্মিলিত পুলিশ বাহিনীকে দক্ষ ও সক্ষম করে তুলবে। পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পুলিশ সদস্যরা স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এরপর তারা জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সব অপশক্তিকে মোকাবিলা করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পুলিশের আইজিপিড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ