পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর নির্দেশনা না পাওয়ায় আইন সচিব জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি ধরে রেখেছেন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নির্দেশে খালেদা জিয়ার মামলার রায়ের কপি দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই সরকার প্রধানের নির্দেশে মনগড়া রায় সংশোধন করা হচ্ছে। আর সে জন্যই রায়ের কপি দিতে বিলম্ব করা হচ্ছে। গতকাল দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে সাজা দেওয়ার ‘মাস্টারমাইন্ড’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বিশেষ দূত সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ। খালেদা জিয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার। ৩০ জানুয়ারি থেকে সারাদেশে এখন পর্যন্ত চার হাজার ৬৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পর এক সপ্তাহ কেটে গেলেও সরকারের নির্দেশে রায়ের সত্যায়িত কপি দেওয়া হচ্ছে না। জাল-জালিয়াতি ও ঘষামাজা করে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনের রায় দিয়েছে সরকার। কারণ মাত্র ১০ দিনের মধ্যে বিচারক ৬৩২ পৃষ্ঠার রায় লিখেছেন। অথচ নিয়ম অনুসারে ৭ দিনের মধ্যে আসামিপক্ষকে রায়ের কপি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। আইন সচিব কপি ধরে রেখেছেন সরকার প্রধানের শেখ নির্দেশ পাওয়ার জন্য।
পূর্বঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি ১৭ ফেব্রæয়ারি সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী। তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি উদ্বোধন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।