পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ দেশের ঐতিহ্যবাহি ঘুড়ি ওড়ানো খেলা প্রায় বিলুপ্তির পথে। এক সময়ের প্রিয় ঘুড়ি ওড়ানো খেলা আগের মত এখন আর খুব একটা চোখে পড়েনা। এক সময় ঘুড়ি ওড়ানো খেলায় মেতে উঠতো গ্রাম-গঞ্জের এমনকি শহর-বন্দরের কিশোর, যুবকরা। বিশেষ করে শরৎ হেমন্তকালে আকাশে উড়তো রং বেরংয়ের ঘুড়ি। দেশের বিভিন্ন স্থনে ঘুড়ি ওড়ানো খেলার প্রতিযোগিতা হতো। কালের বিবর্তনে ঘুড়ি ওড়ানো বিলুপ্তির পথে গেলেও বগুড়ার আদমদীঘিতে বর্তমান প্রজ্জমের কিশোররা এই ঐতিহ্যবাহি ঘুড়ি ওড়ানো খেলায় ফিরে আসতে শরু করেছে। ফলে উপজেলার সান্তাহার শহরের কয়েকটি দোকানে ঝুলিয়ে রেখে ঘুড়ি বিক্রি করা হচ্ছে। দোকানে রং বেরংয়ের ঘুড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।