Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপিত

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। রাজধানীর বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে দেখা গেছে তরুণ তরুণীদের ভীড়। দিবসটিকে উপভোগ করতে দম্পত্তিদেরও উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। হাতে লাল গোলাপ নিয়ে ঘুরতে দেখা গেছে তরুণ তরুণীদের।
দিবসটিকে উপভোগ্য করে তুলতে রাজধানীর পাঁচ তারকা কয়েকটি হোটেলসহ বিভিন্ন নামীদামি হোটেলে ছিল বিশেষ আয়োজন। এছাড়া বিভিন্ন প্রচার মাধ্যম গুলোতেও ছিল নানা ধরনের অনুষ্ঠানমালা। এদিকে ভালোবাসা দিবসের নামে নোংরামি না করার আহ্বাণ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি সিঙ্গেল সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।
দিবসটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পক্ষে বিপক্ষে নানা আলোচনার ঝড় দেখা যায়। অনেকেই বলছেন ভালোবাসা দিবসের নামে তরুণ তরুণীদের এভাবে মেতে উঠা অশ্লীলতার বহিঃপ্রকাশ। রাকিব হাসান নামে একজন তার ফেসবুকে লিখেছেন, ভালোবাসা দিবসের নামে অশ্লিলতাকে ইসলাম কখনই সমর্থন করে না। এটিকে কঠোরভাবে বর্জন করা উচিৎ। মনির নামে একজন লিখেছেন, ভালোবাসা দিবসের নামে এই দিনে সবচেয়ে বেশি যেনার মতো অশ্লীল কাজ হয়ে থাকে।
এদিকে এ দিবসকে কেন্দ্র করে সারা দেশে কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানা গেছে। ফেব্রুয়ারি মাসে বসন্তবরণ, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয় বলে জানিয়েছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা। রাজধানীর শাহাবাগ এলাকার একজন ফুল বিক্রেতা বলেন, ‘অন্যান্যবারের থেকে এবারে সবচেয়ে বেশি ফুল বিক্রি হচ্ছে।’ এবার এই মাসে ফুল বিক্রি ৪৫ কোটি টাকার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী এলাকার ফুল চাষীরা। গদখালি ফুলচাষী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহম্মদের মতে, গত বছর এই মৌসুমে ২৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল। এবার তা গিয়ে ঠেকতে পারে ৪০ থেকে ৪৫ কোটিতে। রনি জানান, ভ্যালেন্টাইনস ডেতে গোলাপ, রঙিন গ্লাডিওলাস, জারবেরা ও রজনীগন্ধা বেশি বিক্রি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ