Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুকেশ ২০ দিন ভারত চালাতে পারবেন জ্যাক ম্যার টাকায় চীন চলবে ৪ দিন

শীর্ষ ধনীদের সরকার পরিচালনার আর্থিক সক্ষমতা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টাইমস অব ইন্ডিয়া : প্রত্যেক দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তাদের নিজের টাকায় স্ব স্ব দেশের সরকার চালাতে বলা হয় তাহলে তারা কতদিন তা চালাতে পারবেন? তার একটি সমীক্ষা চালিয়েছে ব্লুমবার্গ।
ব্লুমবার্গের ২০১৮ রবিনহুড ইনডেক্সে বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ ধনী জেফ বোজেস তার অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র সরকারকে মাত্র ৫ দিনের জন্য সচল রাখতে পারবেন। আমাজনের কর্তধার বিশ্বের শীর্ষ ধনী জেফ বোজেসের অর্থের পরিমাণ ৯৯০০ কোটি ডলার। ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি নিজ অর্থে ২০ দিন সরকার পরিচালনা করতে পারবেন। তার সম্পদের পরিমাণ ৪০৩০ কোটি ডলার।
ইন্ডেক্সে ৪৯টি দেশের বিভিন্ন রাজনৈতিক শাসক ও সরকারের ব্যয়ের ধরন এবং প্রতিটি দেশের শীর্ষ ধনীকে বিবেচনায় নেয়া হয়। মঙ্গলবার এ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এরপর ২০১৭ সালের ডিসেম্বরের শেষ নাগাদ থাকা তাদের অর্থের পরিমাণ ও সরকারের ব্যয়ের তুলনা করা হয়। তালিকায় থাকা বিশ্বের ৪৯ দেশের শীর্ষ ধনীদের মধ্যে মাত্র চারজন নারী। তারা হলেন এঙ্গোলা, অস্ট্রেলিয়া , চিলি ও নেদারল্যান্ডের।
সাইপ্রাসের ধনকুবের জন ফ্রেডরিকসেন সবচেয়ে বেশি ৪৪১ দিন তার সরকারের ব্যয় বহন করতে পারবেন। কারণ তার দেশটি খুবই ছোট, সরকারের ব্যয়ও কম। তার সম্পদের পরিমাণ মাত্র ২৩৬০ কোটি ডলার। এরপর হংকংয়ের ধনকুবের লি কা সিং ১৯১ দিন তার দেশের সরকার চালাতে পারবেন। বিশ্বের ২৩তম এ ধনীর সম্পদের পরিমাণ ৩৪৭০ কোটি ডলার।
বিশ্বের ১৬তম ধনী চীনের জ্যাক ম্যা তার ৪৫৫০ কোটি ডলার দিয়ে সরকার চালাতে পারবেন ৪ দিন। মেক্সিকোর শীর্ষ ধনী কার্লোস স্লিম তার ৬২৮০ কোটি ডলার অর্থ দিয়ে দেশকে ৮২ দিন পরিচালনা করতে পারবেন। ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আরনল্ট তার ৬৩৩০ কোটি ডলার সম্পদ দিয়ে দেশকে ১৫ দিন সচল রাখতে পারবেন। ১৯৭০ কোটি ডলার সম্পদের মালিক অ্যালেক্সেই মোরদাশভ তার দেশ রাশিয়ায় সরকারের কার্যক্রম ১৪ দিনের জন্য চালু রাখতে পারবেন। স্পেনের আমানসিও ওরতেগা ৭৫৩০ কোটি ডলারের মালিক। স্পেন সরকারের ব্যয় বহন করতে পারবেন ৪৮ দিন। সমীক্ষ্ায় বলা হয়েছে, বিশে^র সবচেয়ে ব্যয়বহুল সরকারগুলো হচ্ছে জাপান, পোলান্ড,যুক্তরাষ্ট্র ও চীন।

 



 

Show all comments
  • রিফাত ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:০৫ এএম says : 0
    এসব তথ্য শুনলে মাঝে মাঝে মাথা ঘুরে যায়।
    Total Reply(0) Reply
  • জাহিদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:০৬ এএম says : 0
    এজন্যই তো সাধারণ মানুষ না খেয়ে থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ