Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্দা নামলো ড্যাফোডিল আইসিটি কার্নিভালের

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে গত ১৩ ফেব্রুয়ারি শেষ হলো ৩ দিনব্যাপী দেশের প্রথম ও বৃহত্তম ‘ড্যাফোডিল আইসিটি কার্নিভাল ২০১৮’। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন বিসিএস ও বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল ও আইবিসিএস প্রাইমেক্স এর প্রতিষ্ঠাতা বেসিসের সাবেক সভাপতি এ তৌহিদ। ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী ও কার্ণিভালের আহ্বায়ক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইষলাম, প্রো-ভিসি প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী, স্থায়ী ক্যাম্পাসের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, ৩ দিনব্যাপী এ কার্নিভালে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় মোট দশ লাখ টাকার প্রাইজমানি প্রদান করা হয়। প্রথম রানার আপ হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিয় বিভাগের ’টার্মিনেটর সি’ দল। প্রজেক্ট প্রর্শনীতে স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ‘সিটিজেন হেলথ ইনফরমেশন সিস্টেম’ প্রথম, আশার আলো অনলাইন স্কুল দ্বিতীয় ও ক্লাউড কানেক্টেড সিটি তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ