Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএফএডির ৬ কোটি ডলার ঋণ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ; গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) সঙ্গে একটি ঋণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। গত মঙ্গলবার রোমে আইএফএডি সদর দপ্তরে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভা শেষে ছয় কোটি ৩২ লাখ ডলারের এ ঋণ চুক্তি হয়। চুক্তির পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, এই অর্থ দিয়ে দেশের উত্তর-পুর্বাঞ্চলের ছয় জেলায় একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি সংক্ষেপে প্রভাতি নামে পরিচিত। এ ছয় জেলার মধ্যে রয়েছে-পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও জামালপুর।
ছয় বছরে (২০১৮-২০২৪) বাস্তবায়ন হওয়ার পর এ প্রকল্পের মাধ্যমে জেলাগুলোর তিন লাখ ৩০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছেন পররাষ্ট্র সচিব। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম ও আইএফএডি প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো ঋণচুক্তিতে সই করেন। এসময় প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। ঋণচুক্তির আগে আইএফএডির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং তার দেওয়া নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মোট ব্যয় ৯ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে সহজ শর্তে (এক শতাংশের কম সুদ) আইএফএডি ঋণ দেবে ছয় কোটি ৩২ লাখ ডলার। বাংলাদেশ দেবে দুই কোটি ৯০ লাখ ডলার। এছাড়া আইএফএডি আরও এক দশমিক ২৫ মিলিয়ন ডলার অনুদান দেবে। এছাড়া কৃষিক্ষেত্রের উন্নয়নে সংস্থাটির সঙ্গে ১১ কোটি ডলারের একটি ঋণচুক্তি প্রক্রিয়াধীন বলে জানান রোমে বাংলাদেশের রাষ্ট্রদুত আব্দুস সোবহান সিকদার। ১৯৭৭ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত আর্থিক সংস্থা হিসেবে আইএফএডি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে উন্নয়নশীল দেশগুলোতে কাজ করে।
প্রতিষ্ঠার পর আইএফএডির প্রথম প্রকল্পটি ছিল বাংলাদেশে, যা ১৯৭৮ সালে নেওয়া হয়। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে ৭৮ কোটি ২০ লাখ ডলার অনুদান এবং সহজ শর্তে ঋণ দিয়েছে। আইএফএডির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪১তম গভর্নিং কাউন্সিলের সভা বসেছে মঙ্গলবার। এবারের গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য হল ‘টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে বিনিয়োগ’। সংস্থাটির সভাপতির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ