Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ বছরই আলোকিত পরিচ্ছন্ন নগরী হবে চট্টগ্রাম -মেয়র নাছির

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চলতি বছরের মধ্যেই নগরীকে আলোকিত ও পরিচ্ছন্ন করা হবে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইতোমধ্যে নগরীর ৫০ শতাংশ সড়কে আলোকায়ন করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমেও দৃশ্যমান পরিবর্তন এসেছে। রাতে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে একটি সুন্দর শুভ্র সকাল উপহার দেয়ার চেষ্টা করছি। এই বছরের মধ্যেই নগরীকে শতভাগ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলবো।
তিনি গতকাল (মঙ্গলবার) আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জনতা ব্যাংক কর্পোরেট শাখার সামনে পাঠানটুলী ওয়ার্ডস্থ শেখ আলমগীর যাদুঘর এরিয়া রোড, কমার্স কলেজ রোডের উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রায় ২৭ ফুট দৈর্ঘ্যরে এই দুটি সড়কের উন্নয়ন কাজে সিটি কর্পোরেশনের ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৬ শত টাকা ব্যয় হবে। চলতি বছরের ১১ জুনের মধ্যে এসকল উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। উন্নয়নকাজের উদ্বোধনকালে পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবদুল কাদের, শৈবাল দাশ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেয়র পানিবদ্ধতাকে একটি কঠিন সমস্যা উলে­খ করে এ জন্য জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, নালা-খাল দখল, পাহাড় কাটাকে দায়ি করেন। তিনি বলেন, নগরীতে ৪১ শতাংশ এলাকা ছিল পাহাড়ি। এক শ্রেণির অসাধু ব্যক্তি পাহাড় কেটে ফেলার কারণে বৃষ্টির সময় পাহাড়ি বালি-মাটিতে নালা খাল ভরাট হয়ে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। মেয়র এজন্য নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি কর্পোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু নির্দিষ্ট পাহাড়ে পরিক্ষামুলকভাবে জাদুর ঘাস বিন্যাঘাস লাগানো হবে বলে জানান। এদিকে ৩০ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে স্মার্টফোট বিতরণ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্পোরেশন মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তাদের হাতে এ স্মার্টফোট তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ