Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্টের উদ্বোধন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড মার্কেটকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে গঠিত ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহসিনা নায়লা সহ অন্যান্য পরিচালকরা, বিশিষ্ট ব্যবসায়ী হাছান রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ও বর্তমান উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে অধিক শক্তিশালী করার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার ও অর্থবাজারে অভিজ্ঞ জনবল নিয়ে গঠিত এই কোম্পানি যথেষ্ঠ দায়িত্ব নিয়ে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেই আমি বিশ্বাস করি। ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন যে, স্বচ্ছতা বজায় রেখে ও গ্রাহকদের স্বার্থকে সমুন্নত রেখে পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখাই হবে প্রতিষ্ঠানটির প্রধান কাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ