Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগামী কয়েক বছরের মধ্যে চিনি শিল্প লাভজনক অবস্থায় চলে আসবে : -এ কে এম দেলোয়ার

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেছেন, আমরা আশাবাদি যে, আগামী কয়েক বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ব চিনি শিল্প লাভজনক অবস্থায় দাঁড়াবে। ইতোমধ্যে এ শিল্পের লোকসান কমতে শুরু করেছে। গত শনিবার মোবারকগঞ্জ চিনিকলে আখচাষিদের সাথে উঠান বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। এই সরকার আখ চাষি, ভোক্তাসাধারণ ও শ্রমিক কর্মচারিদের স্বার্থ বিবেচনার নিয়ে চিনি শিল্প উন্নয়নে বিভিন্ন উন্নয়মূলক প্রকল্প গ্রহণ করেছেন। চাষিদের স্বার্থ বিবেচনা করে গত চারবছরে তিন বার আখের দাম বাড়িয়েছেন। অপরদিকে, কয়েকটি চিনিকলের আধুনিকায়নের পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। নর্থবেঙ্গল ও ঠাকুরগাঁও চিনিকলে এরই মধ্যে প্রায় হাজার কোটি টাকা বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধী আছে। চাষিদের আখ চাষ বৃদ্ধির আহবান জানিয়ে বলেন, আখচাষ বাড়লে চাষিরা লাভবান হবেন। বর্তমানে প্রায় ৫০ লাখ চাষি পরিবার এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত বলে তিনি উল্লেখ করেন। এছাড়া প্রায় ২২ হাজার শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তা চিনি শিল্পে কর্মরত আছেন। তিনি আখের পাশাপাশি সাথী ফসলের প্রতিও গুরুত্ব দেন। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উর্ধতন কর্মকর্তা ও আখচাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ