Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়ের কপি এখনো হাতে পায়নি আইনজীবীরা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করতে কালক্ষেপন করা হচ্ছে -ব্যারিস্টার কায়সার কামাল
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের সার্টিফাইড কপি এখনো হাতে পায়নি তার আইনজীবীরা। ৮ ফেব্রæয়ারিই রায়ের কপির জন্য আবেদন করলেও গতকাল (সোমবার) পর্যন্ত তা না পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, খালেদা জিয়ার কারাবাসকে দীর্ঘয়িত করার জন্য ইচ্ছাকৃতভাবে রায়ের কপি দিতে কালক্ষেপন করা হচ্ছে। কারণ এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বেগম খালেদা জিয়াকে হেয় করার জন্য রায় দিয়ে কারাদÐ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রভাবিত করা হয়েছে। রায়ের কপি কবে পাবেন জানতে চাইলে কায়সার কামাল বলেন, আমাদের সিনিয়র আইনজীবীরা রায়ের দিনই আদালতে বিচারককে বলেছিলেন, রায় যাই হোক আমাদেরকে রায়ের কপি দ্রæত দিতে হবে। বিচারকও দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এতোদিন পরও রায়ের কপি দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার জন্য রায়ের কপি দেওয়া হচ্ছে না। গত ৮ ফেব্রæয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদÐ দেওয়া হয়। রায়ের পর বিএনপি প্রধানকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। রায়ের সার্টিফাইড কপি পেলে তবেই উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ