Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭১ যাত্রীসহ রুশ বিমান বিধ্বস্ত

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মস্কোতে অবতরণের আগে রাশিয়া এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে ৭১ জন যাত্রী ছিলো। এতে সকল যাত্রী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, উড়াল পর্বতের নিকটে আসার পরপরই বিমানটি রাডার স্ক্রিনে আর ধরে পড়েনি। আর ওই সময় একই পথ দিয়ে স্থানীয় সারাতভ এয়ারলাইনসের এন-১৪৮ নামের অপর একটি বিমান উড়ে যাচ্ছিলো। জরুরি সংস্থার এক কর্মী বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে থাকা যাত্রীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। জানা গেছে, বিমানটিতে ছয়জন বিদেশী ক্রু ছিলো। ওই ব্যক্তি আরো জানিয়েছেন, মস্কোর ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাম আরগুনোভোতে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৭ সালে জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। বিমানটিতে ১১জন আরোহী ছিল। দুর্ঘটনার পর ৮ জনকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের পক্ষ থেকে বলা হয়েছিল, ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন রণতরি ইউএসএস রোনাল্ড রিগানের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ