পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তার জন্যই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন। গতকাল রোববার দুপুরে বিজিবির সদর দফতরে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারের সৈন্যরা ১৮ বার আমাদের সীমান্ত অতিক্রম করেছে। শান্ত থেকেই আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা যদি হামলা করতাম তাহলে যুদ্ধ লেগে যেতো। আর তারা তখন বিশ্বকে দেখাতো বাংলাদেশের হামলায় শতশত রোহিঙ্গা মারা গেছে। প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তাই আমরা বিশ্ব দরবারে রোহিঙ্গা বিষয়ে মাথা উঁচু করে আছি। আমরা ভিত বা দুর্বল নই। মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ওই সময় আমরা যদি উত্তেজিত হয়ে যেতাম তাহলে বাংলাদেশে আজ যুদ্ধ থাকতো। মিয়ানমারের উদ্দেশ্য ছিলো যুদ্ধ বাধিয়ে একটি অশান্ত পরিবেশ তৈরি করা। কিন্তু কৌশলে আমরা তা এড়িয়ে গেছি। তিনি বলেন, যেদিন আমি যোগদান করেছি, তার পর দিনেই রোহিঙ্গাদের প্রবেশ শুরু হয়। পরে আমরা দু’আড়াইদিন রোহিঙ্গাদের বর্ডারে আটকে রেখেছিলাম। তাদের দেখে মানবিক হয়েছি। পরে প্রধানমন্ত্রী নির্দেশেই রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।