Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী জাহাঙ্গীর আলম সভাপতি, ফরিদ আজিজ সাধারণ সম্পাদক

বিসিএস ইকনমিক অ্যাসোসিয়েশনের নির্বাচন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ সিভিল সার্ভিস ইকনমিক এসোসিয়েশনের নতুন সভাপতি কাজী জাহাঙ্গীর আলম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ফরিদ আজিজ। গত বৃহষ্পতিবার রাজধানীর আগাগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সিভিল সার্ভিস ইকনমিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজী জাহাঙ্গীর আলম পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান এবং ফরিদ আজিজ পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব। কমিটির অন্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি মো. লুৎফর রহমান তরফদার, মো. জাকির হোসেন, শ্রীনিবাস দেবনাথ, সৈয়দ মামুনুল আলম, একে এম আবদুল্লাহ খান। কোষাধ্যক্ষ মো. মাহমুদুর রহমান, যুগ্ম মহাসচিব তানভীর বাশার, মো. হাবিবুল ইসলাম, মো. আল-আমিন সরকার, নূর আহমদ ও মো. ফজলুর রহমান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক গাজী শরিফুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল মোল্লা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক নওশের আহমদ সিকদার। ১৬ জন নির্বাহী সদস্য হলেনÑ ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, অনিমেষ সোম, সাঈদা তামান্না, মো. সাইফুর রহমান, আলিফ রুদাবা, ড. জীবন রঞ্জন মজুমদার, নিশাত শারমিন, নাহিদ মঞ্জুরা আফরোজ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. মুমিতুর রহমান, মো. আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, মো. তাওসীফ রহমান, শেখ মঈনুল ইসলাম মঈন, মো. আবু ইউসুফ মিয়া এবং আবু বকর সরকার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ