পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : দুই দিন কর্মসূচি স্থগিত রাখার পর আবারো চাকরির জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আমরণ অনশন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
সিএইচসিপি’র উপদেষ্টা কামাল হোসাইন সরকার জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিজেদের নিরাপত্তার স্বার্থে দুই দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত ছিল। আমাদের পুর্ব ঘোষণা অনুযায়ী আজ (গতকাল) থেকে আবার প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।
উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি রাজস্বকরণের দাবিতে গত ২৭ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালনের পর গত ১ ফেব্রæয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। কিন্তু গত ৮ ফেব্রæয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ছিল।
সেই দিনকে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে ৭ ফেব্রæয়ারি রাতে তাদের অনশন কর্মসূচি ছেড়ে স্থানটি ফাঁকা করে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন পুলিশ। তারপেক্ষিতে দুই দিন তাদের কর্মসূচি বন্ধ রেখে গতকাল থেকে আবার অনশন শুরু করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।