পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। তবে সর্বনি¤েœ অবস্থান করছে কাগজ ও মুদ্রণ খাত। সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক সাত শতাংশ ছিল ব্যাংক খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল ঔষুধ খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৬ দশমিক আট শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক সাত শতাংশ ছিল এ খাতের। চতুর্থ অবস্থানে ছিল আর্থিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক নয় শতাংশ ছিল এ খাতের। এছাড়া, বস্ত্র খাতের নয় দশমিক চার শতাংশ, টেলিকম খাতের ছয় শতাংশ, জ্বালানী ও বিদ্যুৎ খাতের চার দশমিক সাত শতাংশ, বিবিধ খাতের চার দশমিক এক শতাংশ, খাদ্য খাতের তিন দশমিক ছয় শতাংশ, সিরামিক খাতে তিন দশমিক দুই শতাংশ, সিমেন্ট খাতে এক দশমিক নয় শতাংশ, জীবন বিমা খাতে এক দশমিক ছয় শতাংশ, টেনারি ও আইটি খাতে ছিল এক দশমিক তিন শতাংশ। আর মিউচ্যুয়াল ফান্ড খাতে ছিল এক দশমিক এক শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স এবং সেবা ও আবাসন খাতে দশমিক নয় শতাংশ, ভ্রমণ ও পর্যটন খাতে দশমিক আট শতাংশ, পাট খাতে দশমিক দুই শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে দশমিক এক শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।