Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে আটক ২

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার গণিত বিষয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ বিষয়ে পরীক্ষা শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে উপজেলার জাবরহাট পরীক্ষা কেন্দ্রে সাইদুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা ও ইউনুস আলী নামে অপর এক শিক্ষককে আটক করেছে পুলিশ। জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ৯ টার দিকে ঐ দু’ব্যক্তি গনিত বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্র মোবাইল ফোনের মাধ্যমে আদান প্রদান করছিলেন। এসময় থানার এ এস আই আলমগীর তাদের হাতে নাতে আটক করে। কেন্দ্র সচিবের কক্ষে তাদের মোবাইল চেক করে গণিত বিষয়ের প্রশ্নপত্র পাওয়া যায়। খবর পেয়ে কেন্দ্রে আসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। তিনিও তাদের মোবাইল ফোন চেক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, আটকৃতদের মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাইদুর আল আরাফাহ্ ইসলামিক ব্যাংকের দিনাজপুর শাখার কর্মকর্তা ও ইউনুস আলী উপজেলার জগন্নাথপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানায় পুলিশ। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ