Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী জাফর সাদেক’র দায়িত্ব গ্রহণ

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রকৌশলী জাফর সাদেক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ২২তম চেয়ারম্যান হিসেবে গত ৩ ফেব্রæয়ারী দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রকৌশলী সাদেক বস্তুর আধুনিক নন-ডেসস্ট্রাক্টিভ টেস্টিং (এনডিটি), কোয়ালিটি ম্যানেজমেন্ট ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। বাংলাদেশে এনডিটির কার্যক্রম প্রসারে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশে এনডিটির মতো আধুনিক প্রযুক্তিকে টেকসই করার লক্ষ্যে এ বিষয়ে প্রশিক্ষিত, দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে তার ব্যাপক ভূমিকা ও অবদান রয়েছে। এনডিটি সংক্রান্ত কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশ সোসাইটি ফর নন-ডেসস্ট্রাক্টিভ টেস্টিং (বিএসএনডিটি) কর্তৃক ‘বিএসএনডিটি পুরষ্কার-২০০৬’ প্রদান করা হয়। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি এবং ১৯৯৪ সালে যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি, মিডলসেক্স থেকে বস্তুর এনডিটি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। বিএসসি ডিগ্রি অর্জনের পরপরই তিনি ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন ও পরবর্তীতে তিনি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন। চাকরি জীবনে দেশে ও বিদেশের বিভিন্ন পদে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নানাবিধ বিষয়ে তার দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি কমিশনের সদস্য (প্রকৌশল) হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রকৌশলী সাদেক তাঁর পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে বিশ্ব বিখ্যাত বিভিন্ন গবেষণাগার ও প্রতিষ্ঠান যেমন-আর্গন ন্যাশনাল ল্যাবরেটরী, ইলিনয়, যুক্তরাষ্ট্র; রোসাটম, রাশিয়া; লস অ্যালামস টেকনিক্যাল অ্যাসোসিয়েটস্, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটস, ওয়াশিংটন ডিসি, ইউএসএ; স্টেট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সার্ভিস কোম্পানি ও চায়না অ্যাটোমিক অ্যানার্জি এজেন্সি; কায়েরি, দক্ষিণ কোরিয়া; বাতান, ইন্দোনেশিয়া; নিউক্লিয়ার মালয়েশিয়া; সেটসকো সিঙ্গাপুর; কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি, জাপান ইত্যাদি হতে অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রকৌশলী সাদেক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), রিজিওনাল কো অপারেটিভ অ্যাগ্রিমেন্ট (আরসিএ) ইত্যাদির সাথে বৈজ্ঞানিক সহযোগিতামূলক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন। আর সিএ এর চেয়ারপারসন হিসেবে তিনি বাংলাদেশের কক্সবাজার ও আইএইএ এর সদর দপ্তর ভিয়েনায় সফলতার সাথে এন আর সভা আয়োজন ও সভাপতিত্ব করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল/প্রসিডিংসে গবেষণা সংক্রান্ত তার বেশ কিছু প্রকাশনা রয়েছে এবং তিনি দেশ ও বিদেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ