Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস’

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনপ্রণেতা ও ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বার্ষিক ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠাতারা স্বাধীনতার ঘোষণাপত্রে চারবার সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করেছেন। যুক্তরাষ্ট্রের মুদ্রায় “আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি” সেøাগানটি রয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্র সবসময়ই ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামিক স্টেটের মত গ্রুপ যারা ধর্মীয় স্বাধীনতা নষ্ট করতে চান, তাদের বিরুদ্ধে লড়াই করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ