পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রশ্নফাঁসে সরকারের সম্মান ক্ষুণœ হচ্ছে
স্টাফ রিপোর্টার : বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য কিছু কু-চক্রী মহল সরকারকে বিব্রত করার জন্য প্রশ্ন পত্র ফাঁসের নামে আমাদের সম্মান ক্ষুন্ন করে। এ ব্যাপারে আমাদের আরও সতর্ক এবং যতœবান হতে হবে। বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের হুমকি নিয়েও তোফায়েল বলেন, আগামীতে যদি তারা অতীতের মতো ঘটনা ঘটাতে চায় তার কোনো লাভ হবে না।
গতকাল শুক্রবার রাজধানীতে ভোলার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ২০১৩-১৪-১৫ সালের আন্দোলনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তবে কোনো লাভ হবে না। তিনি বলেন, মাঝে মাঝে কিছু দল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে চায়। ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করার জন্য মসজিদের জায়নামাজ পুড়িয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছিল। মায়ের কোল খালি করেছিল। কিন্তু লাভ হয়নি। যারা এটা করেছিল তাদের লাভ হয়নি।
বাণিজ্য মন্ত্রী বলেন, আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তবে কোনো লাভ হবে না। কারণ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া।
শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সাজার বিষয়ে বলেন, আজকে সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার লজ্জা। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। এটা লজ্জার। দুর্নীতিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। জঙ্গিবাদকে না বলতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান, যারা রাজাকার তাদেরকে না বলতে হবে। জাতীয় নির্বাচনসহ সকল ক্ষেত্রে তাদেরকে না করতে হবে। তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।