Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বিক পরিস্থিতি বিদেশি গণমাধ্যমকে জানালো বিএনপি

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা এবং তাকে জেলে প্রেরণসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ব্রিফিং করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল (শুক্রবার) বিকেল সোয়া ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ ব্রিফিং শুরু হয়। এসময় বহির্বিশ্বির জনপ্রিয় গণমাধ্যমের কাছে বিএনপি নেত্রীর মামলা, রায়, কারাদÐ, রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থানসহ সার্বিক বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। এতে আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে আল জাজিরা, এএফপি, এপি, বিবিসি, জার্মান রেডিও, সিনহুয়া, ইন্ডিয়া ২৪ ঘণ্টা, জিনিউজ, ভয়েস অব আমেরিকা, গার্ডিয়ান প্রমুখ গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, দেশে অবস্থানরত বিদেশি গণমাধ্যমকর্মীদের কাছে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা সংক্রান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করতেই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ