পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নোয়াখালী ব্যুরো ঃ সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শাহিনুল ইসলাম শাহিন (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ৯নং ওয়ার্ড মইজদীপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম শাহিন উক্ত গ্রামের যুবলীগ নেতা মোরশেদুল আলমের ছেলে। সে কাবিলপুর হাজী মাকসুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহিন সবার বড়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয় শাহিন। এরপর রাতে আর সে বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে তাদের বাড়ী থেকে ৫০ গজ দূরে একটি ধান ক্ষেতের মধ্যে শাহিনের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
সেনবাগ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পেটের বাম পাশে ৩টি, কপালে ১টি ও গলায় ১টি ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কী কারণে এই হত্যাকাÐ হয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।