Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া জেলকোড অনুযায়ী সব সুবিধা পাবেন -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদ জিয়া সাবেক প্রধানমন্ত্রী। উনি জেলকোড অনুযায়ী সব সুবিধাই পাবেন। তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সামাজিক মর্যাদা ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে তা দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পর দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজের কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। উনার বয়স, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান সবকিছু বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। কোথাও কোনও বিশৃঙ্খলা বা গোলযোগ হয়নি। কোথাও বিশৃঙ্খলার চেষ্টাও করা হয়নি। কোথাও কোনও প্রতিবাদ হয়নি। সব জেলা আমি স্বাভাবিক দেখছি।
কারাগারে খালেদা জিয়া কী কী সুবিধা পাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। উনি জেলকোড অনুযায়ী সব সুবিধাই পাবেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো নিষিদ্ধ করা হয়নি। যেকোনও কর্মসূচি তারা তো নিতেই পারে। তবে রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনও কর্মসূচি দেয়, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ তা প্রতিহত করবে। তবে কেউ যেন ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য সতর্ক থাকবে পুলিশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম জিয়ার গাড়িবহরের সামনে অনেক মানুষ ছিল। তাই আমাদের দলের নেতাকর্মীরাও ছিল। উনার গাড়ির সামনে এত মানুষ ছিল যে, আদালতে পৌঁছাতে উনার দু’ঘণ্টা লেগেছে । পুলিশ চেয়েছিল ফ্লাইওভারের ওপর দিয়ে উনাকে নিয়ে আসতে। কিন্তু তিনি নিজেই ফ্লাইওভারের ওপর দিয়ে আসতে চাননি।
খালেদা জিয়ার বর্তমান বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তীতে যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নিয়ে উনাকে যেকোনও জায়গায় নেওয়া হতে পারে।’
এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তারেক রহমানসহ অন্য চারজনের ১০ বছর করে কারাদন্ড ও একই সঙ্গে অর্থদন্ড দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ