Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে সাজার তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছে জাগপা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ধ্বংসের প্রধান পরিকল্পনাকারী দিল্লীর প্রণব দাদা আসলেই দেশে রক্তাক্ত ইতিহাসের ঘটনা ঘটে কেন? জাতির সামনে এমন প্রশ্ন তুলে ২০ দলীয় জোটের শরীক ও জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, দিল্লীর নীলনকশায় জালিমশাহী আদালতের উপর বন্দুুকের নল দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিহাসের অন্যতম কালো রায় দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপার এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেহেনা প্রধান বলেন, এটা ভাষার মাস, রক্তদানের মাস এই সেই প্রণব বাবু ২০০৯ সালে প্রহসনের নির্বাচনের পর ২৪ ফেব্রæয়ারি ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন। ২৫ ফেব্রæয়ারি ভোর ৪ টায় বিশেষ বিমানে দিল্লী পালিয়ে গেলেন। অতঃপর মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পিলখানায় নির্মম সেনা হত্যাযজ্ঞের ট্র্যাজেডি ঘটে। ঠিক সম্প্রতি প্রণবের আকস্মিক বাংলাদেশ সফর দেশের মানুষের ভাগ্যকে নিলামে তোলার ষড়যন্ত্র শুরু হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে কালো রায় দিয়ে গণতন্ত্রকে আগুনে নিক্ষেপ করা হয়। সেই নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়াকে আজ জেলে যেতে হয়েছে। তিনি বলেন, এমন অবিচার আইয়ুব, ইয়াহিয়া খান শেখ মুজিবের উপরও করেন নাই। সুতরাং হাসিনাকে রুখতে হলে দিল্লীকে রুখতেই হবে। অন্যথায় বীরের জাতি গোলামির শিকলে আবদ্ধ হবে।
তিনি আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনিও একজন নারী। আপনার প্রতিও এমন অবিচার আমরা আশা করি না। তবে সময় সমাগত আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় গণঅভ্যুত্থান আসন্ন। মনে রাখবেন এবার বুলেটের জবাব জনগণ ফুল দিয়ে রুখবে ইনশাআল্লাহ।
দলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, যুব জাগপা নেতা মাহিদুর রহমান বাবলা, আরিফুল হক তুহিন, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রুবেল, আব্দুর রহমান ফারুকী, নজরুল ইসলাম বাবলু, বিপুল সরকার প্রমুখ। ###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ