পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এহসান আব্দুল্লাহ : পাঠক লেখক আর প্রকাশকের পদচারণায় মুখরিত থাকবে বইমেলা এটিই ছিল গত কয়েকদিনের বইমেলার চিরচেনা রুপ। কিন্তু গতকাল বইমেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। গতকালের জনমানবশূণ্য বইমলোয় কেবল সাংবাদিক আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরই দেখা গেছে সর্বত্র।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকা অভিমুখী সকল যানবাহনে ব্যাপক তল্লাশী ও রায় পরবর্তী পরিস্থিতির আতঙ্কে গতকালের বইমেলায় লোক সমাগম ছিলইনা। বিকেল তিনটায় বইমেলা শুরু হলেও সন্ধ্যা নামার পরও অনেক স্টল ছিল বন্ধ। রাস্তায় ব্যাপক পরিমান র্যাব, পুলিশ আর বিজিবির উপস্থিতিতেও যেন ভরসা পাচ্ছিলনা জনগণ। তাই রাস্তাঘাট ছিল পুরোপুরি ফাঁকা।
মেলার উদ্যান অংশ ঘুরে দেখা গেছে ইছামতি প্রকাশনী, তরফদার প্রকাশনী, সিসটেক প্রকাশনী, হাক্কানী প্রকাশনী, কালান্তর প্রকাশনী, শৈশব প্রকাশনী, ঢাকা কমিক্স, সূচীপত্র, ত্রয়ী প্রকাশনীর সহ আরো বেশ কয়েকটি স্টলই। শিশু চত্বর ঘুরেও দেখা যায় একই চিত্র। সেখানকার অধিকাংশ স্টলই বন্ধ ছিল গতকাল।
গতকাল বইমেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেল স্টলগুলোর বিক্রয়কর্মীরা অলস সময় কাটাচ্ছেন। চারদিকে হাতেগোনা কয়েকজনকে দেখা গেলেও তারা সকলেই ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
কাকলী প্রকাশনীর স্বত্বাধীকারী নাছির আহমেদ সেলিম বলেন, গতকাল থেকেই মানুষ কম আসা শুরু হয়েছে। আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন অবস্থা, অন্যান্য সময় হরতালেও স্বাভাবিক দিনের তুলনায় মেলায় লোকসমাগম বেশি হয় তবে আজকে একেবারেই কোন লোক নেই। তবে আমি আশাবাদী। আগামীকাল থেকেই আবার আগের মতো মেলা চালু হবে বলে মনে করি।
অনুপম প্রকাশনীর স্বত্বাধীকারী মিলন কান্তি নাথ বলেন, আমি আশাবাদী কাল থেকে আবার মেলা জমে উঠবে। তবে আজকে লোক সমাগম কম।
মেলা ঘুরে দুএকজন দর্শনার্থীর দেখা মেলে সন্ধ্যার কিছু আগে।
রাজধানীর ইন্দিরা রোড থেকে মেলায় ঘুরতে আসা এনজিও কর্মী কৌশিক আহমেদ বলেন, আমি মনে করিনা আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে। যারা বের হননি আজকে তারা হওতোবা কোন আশঙ্কা থেকেই বের হননি।
আজিমপুর থেকে আসা আরেক দর্শনার্থী সৌরভ তালুকদার বলেন, আসলে রাজনৈতিক অবস্থা কে কেন্দ্র করেই মানুষের মনে একপ্রকার আতঙ্ক দেখা দিয়েছে। তারমধ্যে রাস্তায় পুলিশের ব্যাপক টহল ও তল্লাশীর কারনে অনেকেই হয়রানীর শিকার হওয়ার ভয়ে আজকে মেলায় আসেননি।
তবে মেলার সোহরোওয়াদী উদ্যান অংশের ডিউটি ইন-চার্জ পুলিশের উপ-পরিদর্শক সাইফুর বলেন, মেলায় আসতে কোন বাধা নেই। আমরা মেলাকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। লোকসমাগম কম কোন জানতে চাইলে তিনি বলেন, মানুষ কেন আসছেনা তা তারাই ভালো বলতে পারবে। তবে মেলায় আসার ক্ষেত্রে আতঙ্কের কিছু নেই।
মেলায় গতকাল নতুন বই এসেছে ৬৪টি এবং প্রথম সপ্তাহে (১-৭) বাংলা একাডেমির নিজস্ব স্টলে বিক্রির পরিমাণ ২১,০৩,২৬৪ টাকা।
গতকাল বিকেল ৪:০০টা বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় এ বি এম হবিবুল্লাহ \ মমতাজুর রহমান তরফদার চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আকবর আলি খান এবং মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক পারভীন হাসান।
এ বি এম হবিবুল্লাহ শীর্ষক প্রবন্ধে আকবর আলি খান বলেন, ড. হাবিবুল্লাহর গবেষণা থেকে দেখা যায় তুর্কি সুলতানরা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দিল্লির সুলতানদের সাফল্য সম্পর্কে তিনি যে চিত্র এঁকেছেন তা আজও প্রাসঙ্গিক। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো দিল্লির সুলতানদের রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা স্মরণ করে দেশ চালালে অনায়াসেই সুশাসনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। পাকিস্তানের সাম্প্রদায়িক ইতিহাসচর্চার প্রচÐ হুমকির কাছে ড. হাবিবুল্লাহ আত্মসমর্পণ করেননি।
আজ মেলা চলবে সকাল ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। মেলায় আজ সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। সকাল ৮:৩০টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।