Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানের বাসায় আবেগ আপ্লুত স্বজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৩৩ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায় শুনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় গুলশানের বাসা থেকে বের হয়।
এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। ‘সরকারের হস্তক্ষেপে’ রায়ে সাজা হতে পারে এমন আশঙ্কার কথা বলেছেন খালেদা জিয়া নিজেই।
সকাল থেকে গুলশানের বাসায় হাজির হন বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা। সেখানে আসেন খালেদা জিয়ার বড় বোন, বোনের স্বামী, ভাগনে, ভাই শামীম ইস্কান্দর, দুই ভাইয়ের স্ত্রী, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর বাড়ির স্বজনেরা।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেন, বাসা থেকে খালেদা জিয়া বের হয়ে গাড়ির ওঠার সময় স্বজনেরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এ সময় খালেদা জিয়া তাদের সান্ত্বনা দেন। তিনি সবাইকে তার জন্য দোয়া করতে বলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলীয় নেতাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে আদালতে গেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল ও নওশাদ জামিল।
শায়রুল বলেন, বাসা থেকে বের হওয়ার সময় বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ