Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদার রায়কে কেন্দ্র করে ঐক্যবদ্ধ সিলেট বিএনপি

নিরাপত্তা জোরদার : শঙ্কিত সর্বস্তরের মানুষ

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফয়সাল আমীন : তীব্র টেনশনে খালেদার জিয়ার রায় নিয়ে সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। কী হবে, কী হচ্ছে, এমন ভাবনায় হাবুডুবু খাচ্ছে তারা। স¤প্রতি খালেদার সিলেট সফরের মধ্যে দিয়ে দলের নেতাকর্মীদের ভাবনার শেষ কেন্দ্রবিন্দু হয়ে গেছেন দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সকল ভেদাভেদ ভুলে ঐক্যের শ্লোগানের তারা একাট্রা। সবকিছু পর মামলা ও মামলার রায় কেন্দ্র করে দলের অনৈক্য নেতাকর্মীরা একই স্রোতে একমুখী এখন। তাদের একমাত্র শ্লোগান ‘আমার নেত্রী আমার মা জেলে যেতে দিবো না’। ভাবনার মিল এক হওয়ায় তারা এখন দৃঢ়, ঐক্যবদ্ধ, অগ্রসর তথা ঐক্যের অবিশ্বাস্য দৃঢ়তায় সিলেট বিএনপি। তাই উবে গেছে স্থানীয় নেতৃত্বের স্বার্থ কেন্দ্রিক সকল অনৈক্য। দলের স্থানীয় পদবীধারী নেতারা রায় নিয়ে কৌশলী বক্তব্য দিয়ে তাদের দৃঢ়তার ব্যক্ত করলেও সাধারন মানুষ বলছে রাজনীতি ও রাজনীতিকদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও নির্ভরতা তার প্রকাশ ঘটবে এ রায়ে খালেদা জিয়া বেকসুর খালাসের মধ্যে দিয়ে। মানুষ চায় শান্তি ও শংকাহীন জীবন ও রাজপথের নিরাপত্তা। সেই নিরাপত্তা আইনশৃংখলা বাহিনীর চেয়ে, বেশি কার্যকরী ভূমিকার রাখবেন রাজনীতিক নীতিনির্ধারকরা। তাদের সেই প্রত্যাশা আজ বাস্তব হবে এমন আশাবাদ তাদের। ভাবনার এমন পর্যায়ের পরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিলেটে। তারপর উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। দলের নেতাকর্মীদের মতো আমজনতাও একই আশংকায়। বিএনপি কোন ধরণের বিশৃঙ্খলা না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়। যদি রায় খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি পালন করবেও বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, যদি রায় বিরুদ্ধে যায় তাহলে আমরা শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি পালন করবো। আমরা অবশ্যই বিশৃঙ্খলা হবে এমন কোন কর্মসূচি পালন করবো না। আমরা ইতিমধ্যে সকলকেই নির্দেশনা দিয়ে দিয়েছি যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রায়কে কেন্দ্র করে। এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এমনকি সিলেটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি গতকাল সকালে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৯) সিলেট কদমতলীতে বাসসহ বিভিন্ন গণপরিবহনে তল্লাশী চালায়। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে আমাদের পক্ষ থেকে। সব জায়গায় মোটর সাইকেল টহল চলছে। পাশাপাশি বিভিন্ন চেকপোষ্ট বসিয়ে বাড়তি তল্লাশী চালানো হচ্ছে। সিলেট জেলা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার বলেন, রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে চেকপোষ্ট বসানো হয়েছে। তল্লাশি চালু আছে। পাশাপাশি টহল বাহিনীও রয়েছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়কে ঘিরে জনসাধারণের মনেও একধরনের উৎকন্ঠা বিরাজ করছে। চায়ের দোকান থেকে শুরু করে সকল জায়গাতেই একই বিষয়। আগামীকাল কী হবে? সিলেটের বাইরে যাদের ঢাকায় কোন জরুরী কাজ রয়েছে তারাও সিলেটের বাইরে যেতে অনেকবার ভাবছেন। এদিকে, সিলেটে পুলিশের নাশকতাবিরোধী সাঁড়াশি অভিযানে গত ৭২ ঘণ্টায় ৬১ জনকে আটক করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশনায় সিলেট জেলার বিভিন্ন থানায় গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার ২৬ জনসহ ৭২ ঘণ্টায় মোট ৬১ জন নাশকতাকারীকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সিলেট জেলা পুলিশের সাঁড়াশি বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। নগরীর কালিঘাটের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নাগরিক জীবনের স্বার্থে শ্রদ্ধার জায়গাগুলো যেন টেনশনমুক্ত রাখে সরকার। নতুবা জনমনে যে আংশকা, তার নেতিবাচক অবস্থা পুরো সমাজ ্ও রাষ্ট্রকে অস্থির করে তুলবে। এখানে আবেগ ও শ্রদ্ধা জড়িত। সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা একটি সাজানো ও মিথ্যা মামলা। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই ষড়যন্ত্রের ফসল এই মামলা। এই মামলার রায়কে ঘিরে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শান্তিপূর্ণ, অহিংস আন্দোলনে নামার সকল প্রস্তুতি আমাদের রয়েছে।’ বিএনপির এই নেতা জানান, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সিলেটে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, নির্দেশনাও আসছে। তবে সেই ‘নির্দেশনা’ কি, তা জানাতে নারাজ বিএনপিনেতা আলী আহমদ। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘সর্বাবস্থায় আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। কেন্দ্র থেকে ডাক এলেই আমরা ঝাঁপিয়ে পড়বো।’ বাংলাদেশ নেজামে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব বলেন. আমার বিশ্বাস বেগম জিয়া বেকসুর খালাস পাবেন। এটাই এই মুহুর্তে জনমনের প্রত্যাশা। শ্রদ্ধা ্ও সম্মানের জায়গাগুলোর প্রতি সহযোগি হয়েই জাতি ্ও দেশের নেতৃত্ব কাঠমোকে সুদৃঢ় করতে পারে একমাত্র আইনের নিরপেক্ষ, বাস্তবসম্মত সিদ্ধান্ত। যার মধ্যে দিয়ে দেশ ও জাতির অভ্যন্তরীণ ও বহি:বিশ্ব কেন্দ্রিক স্বার্থ সুরক্ষিত হয়। এক্ষেত্র্ওে ব্যতয় হবে না বলেই তিনি আশাবাদী।



 

Show all comments
  • আকাশ ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ২:০০ এএম says : 0
    সারা দেশে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ