Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপ সুপ্রিম কোর্টের ইউ-টার্ন

দন্ডিত ৯ বিরোধী রাজনীতিককে মুক্তি দেয়ার নির্দেশ প্রত্যাহার

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই বিচারপতিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে দন্ডিত ৯ বিরোধী রাজনীতিককে মুক্তি দেওয়ার নির্দেশ প্রত্যাহার করেছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার দিবাগত রাতে সুপ্রিম কোর্টের অবশিষ্ট তিন বিচারক এক বিবৃতিতে ‘প্রেসিডেন্টের উত্থাপিত উদ্বেগের আলোকে’ আগের সিদ্ধান্ত প্রত্যাহারের এ ঘোষণা দেন বলে খবর বিবিসির। সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদন্ড দেওয়ার ঘটনাকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ওই এমপিদের সংসদ সদস্যপদও বহাল ঘোষণা করেন তারা। আদালতের ওই রায়ের পর মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) নেতৃত্বাধীন বিরোধী জোট মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন সুপ্রিম কোর্টের আদেশ মানবেন না বলে জানিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে দেন। কারাদÐ পাওয়া ১২ এমপির মধ্যে ৯ জন কারাভোগ করছেন। এছাড়া, স্বেচ্ছা নির্বাসনে থাকা আব্দুল্লাহ সিনান ও ইলহাম আহমেদ রোববার দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইয়ামিন মিত্রদের আশঙ্কা ছিল, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে গ্রেপ্তার বা অভিশংসনের আদেশ দিতে পারে। এ অবস্থায় সোমবার প্রেসিডেন্ট ১৫ দিনের জরুরি অবস্থা জারি করলে কয়েক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী সুপ্রিম কোর্টের প্রধান বিচারক আব্দুল্লাহ সাঈদ এবং অন্য আরেক বিচারপতি আলী হামীদকে গ্রেপ্তার করে। প্রায়ই একসময়ে ইয়ামিনের সৎভাই ও সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকেও আটক করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের বাকি বিচারপতিরা আগের আদেশ প্রত্যাহারের ঘোষণা দেন। ইয়ামিন বলছেন, তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের তদন্ত করতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিচারকদের বিরুদ্ধে তদন্তের অন্য কোনো পথ না থাকায় আমাকে জরুরি অবস্থা জারি করতে হয়েছে, মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত ভাষণে এমনটাই বলেন প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ