Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সুন্নি মুসলিম পুরুষ অভিবাসীদের অব্যাহতভাবে মনিটর করা হবে

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নিউজউইক : আমেরিকার সকল অভিবাসী মুসলিম পুরুষদের মনিটর করা হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ফাঁস হওয়া এক দলিলে বিশে^র বিভিন্ন অংশ থেকে আসা সুন্নি মুসলিম পুরুষ অভিবাসীদের নিরাপত্তা হুমকি গণ্য করে তাদের অব্যাহত ভাবে পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে বলে ফরেন পলিসি সোমবার জানিয়েছে।
জানুয়ারি মাসের এ দলিলে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিম অভিবাসীদের দীর্ঘমেয়াদি ভিত্তিতে মূল্যায়ন অব্যাহত রাখতে সম্পদ বরাদ্দের আহবান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০০১ থেকে ২০১৭ পর্যন্ত চালানো ২৫টি হামলা পর্যালোচনার ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাদের রিপোর্টে এ সুপারিশ করেছে। এতে বলা হয়েছে যে সুন্নি মুসলিম পুরুষরা সন্ত্রাসীদের সহজ শিকার হচ্ছে। এক্ষেত্রে তাদের দেশ ও লিঙ্গ গুরুত¦পূর্ণ হয়ে থাকে।
দলিলে বলা হয়, এ সুপারিশের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে বিদেশী পর্যটকদের বাছাই,অভিবাসীদের পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত সে সব ব্যক্তিদের মূল্যায়ন করা যাদের উগ্রপন্থী হওয়ার ও সহিংস হামলা চালানোর উচ্চ ঝুঁকি রয়েছে।
সমালোচকরা বলছেন, রিপোর্টে সুন্নি মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বারাক ওবামা প্রশাসনের সময় নাগরিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে ডিএইচএসের কর্মকর্তা হিসেবে কাজ করা মার্গো শ্লেনজার বলেন, তারা বলছে আমরা তাদের জনসংখ্যাগত তথ্য ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করতে ব্যবহার করতে পারি। কিন্তু তারা যাদের চিহ্নিত করছে তা মানচিত্রের ভিত্তিতে। তা হচ্ছে নাগরিক ও অ-নাগরিক, আদিবাসী ও স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত¦প্রাপ্ত, মধ্যপ্রাচ্যের, আফ্রিকার ও দক্ষিণ এশিয়ার অভিবাসী।
সুতরাং মূল কথা হচ্ছে , যারা সুন্নি মুসলিম তাদের প্রত্যেকের অতিরিক্ত পরীক্ষা প্রয়োজন।
ডিএইচএসের এক মুখপাত্র এ সুপারিশের সত্যতা অস্বীকার করেননি। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এ নীতি এখনো অভ্যন্তরীণ পর্যালোচনাধীন।
ট্রাম্প প্রশাসন তাদের মুসলিম নিষেধাজ্ঞার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে যাতে ছয়টি মুসলিম দেশ সিরিয়া, ইরান, লিবিয়া,সোমালিয়া,, সুদান ও ইয়েমেনের লোকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিএইচএসের প্রস্তাবিত নীতি যুক্তরাষ্ট্রে প্রবেশেচ্ছু মুসলমান থেকে যে সব মুসলমান এ দেশে প্রবেশ করেছে তাদের পর্যন্ত সম্প্রসারিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ