Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী আজ বরিশালে ৭৫টি প্রকল্পের উদ্বোধন করবেন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নাছিম উল আলম : দীর্ঘ ছয় বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বরিশাল সফরকালে দক্ষিণাঞ্চলের একমাত্র সেনানিবাসের উদ্বোধন ছাড়াও এলজিইডি, সড়ক অধিদফ্তর, স্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল এবং গণপূর্ত অধিদফ্তরসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রায় ৭৫টি উন্নয়ন প্রকল্পে উদ্বোধন ছাড়াও ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। এরমধ্যে শুধুমাত্র এলজিইডি’র যে ২১টি প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে, তাতে প্রকল্প ব্যয় প্রায় ২শ কোটি টাকা। এছাড়াও কুয়াকাটাÑবরিশালÑফরিদপুরÑঢাকা জাতীয় মহাসড়কের বরিশালÑভাংগা অংশের ৯৫ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পটির কোন ডিপিপি এখনো প্রস্তুত না হলেও দেশীয় তহবিলে পরিপূর্ণ নকশা প্রনয়ন ও সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকল্পটির জমি অধিগ্রহণে প্রায় ২হাজার কোটি টাকার একটি ব্যয় বরাদ্দ সম্পর্কিত প্রস্তাবনা সড়ক ও সেতু মন্ত্রণালয়ে অনুমোদনের পরে মঙ্গলবার পরিকল্পনা কমিশনে পৌছেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২টি একাডেমিক ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরী ছাড়াও শের-এ-বাংলা হল, বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলেরও উদ্বোধন করবেন। বরিশাল মহানগরীতে নবনির্মিত শহিদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় ও শহিদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আজ বরিশাল মহানগরীতে নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়াম ভবন ছাড়াও সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-এরও উদ্বোধন করবেন।
তবে এসব প্রকল্পের চেয়ে দক্ষিণাঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল মহানগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলার পায়রা নদীর ধারে প্রায় ১২ হাজার কোটি টাকার সম্পূর্ণ দেশীয় তহবিলে এ সেনানিবাস গড়ে তোলা হচ্ছে। এটি হবে দক্ষিনাঞ্চলের একমাত্র সেনানিবাস।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বরিশাল সফরকালে বঙ্গবন্ধু উদ্যানে এক জনসভায়ও ভাষন দেবেন। এর আগে ২০১১ সালের ফেব্রæয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল-পটুয়াখালীÑকুয়াকাটা/বরগুনা মহাসড়কের দপদপিয়াতে নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর উদ্বোধন সহ জনসভায় ভাষন দিয়েছিলেন।
দীর্ঘদিন পরে হলেও সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনী বছরে বরিশাল বিভাগীয় সদরে প্রধানমন্ত্রীর এসফর যথেষ্ঠ আলাদা গুরুত্ব পাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর আগামীকাল বরিশাল সফরের দিনই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণাকে আলাদা গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
আগামী জুনের মধ্যেই বরিশালসহ দেশের ৪টি সিটি করপোরেশন নির্বাচনের কথা রয়েছে। এ লক্ষে বরিশাল মহানগরীতে অনানুষ্ঠানিক প্রচারনায় রয়েছে দুটি প্রধান দলের মনোনয়ন প্রত্যাশীগন। নির্বাচনী তফসিল ঘোষণার পরে সরকারের কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রী এলাকায় আসতে না পাড়ার কারণেই সিলেটের পরে আওয়ামী লীগ সভানেত্রী আজ বরিশাল সফর করছেন।
প্রধানমন্ত্রীর এসফরকে ঘিরে বরিশাল মহানগরী ও সন্নিহিত এলাকায় গত কয়েকদিন ধরেই সাজ সাজ রব। পুরো বরিশাল মহানগরী ও সন্নিহিত এলাকাকে নিরাপত্তার চাঁদরে মুরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় শুধুমাত্র পুলিশেরই সহ¯্রাধিক কর্মী মাঠে থাকছে। জনসভাস্থল, বঙ্গবন্ধু উদ্যানের নিরাপত্তা ব্যবস্থাসহ সাজসজ্জার কাজও শেষ হয়েছে ইতোমধ্যে। মঙ্গলবার সকাল থেকেই ঐ মাঠে সর্ব সাধারনের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মাঠটিতে নির্মানাধীন পদ্মাসেতু সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের একাধিক প্রদর্শনীরও ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশাও অনেক। ভোলার গ্যাস বরিশালে এনে গোপালগঞ্জÑবাগেরহাট হয়ে জাতীয় গ্রীডে যূক্ত করা, বরিশাল উন্নয়ন কৃর্তপক্ষ গঠন, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরনসহ চট্টগ্রামÑবরিশালÑযশোর এবং চট্টগ্রামÑবরিশালÑকোলকাতা বিমান যোগাযোগসহ চট্টগ্রামÑবরিশাল-মোংলাÑখুলনা মহাসড়কে যানবহন চলাচল নির্বিঘœ করনে উন্নত ফেরি সার্ভিস প্রবর্তন এসব দাবীর অন্যতম। পাশাপাশি বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীও রয়েছে।
তবে প্রধানমন্ত্রীর আজকের সফরকালে নির্বাচনসহ চলমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে কি বার্তা দেন তা শোনার অপেক্ষায়ও রয়েছেন বরিশালবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বরিশাল সফরকালে বিএনপি নেত্রীর বিরুদ্ধে বহুল আলোচিত একটি মামলার রায় প্রদানের কথা রয়েছে। সে নিরিখে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের বরিশাল সফর রাজনৈতিক পর্যবেক্ষক মহলেও যথেষ্ঠ গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রীর বরিশালে আগমন উপলক্ষে কাঠালিয়ায় প্রস্তুতি সভা
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ বছর পর বরিশালে আগমনকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় যোগদান উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ফাতেমা খানম, প্রিন্সিপাল আবুল বাশার বাদশা, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, আমিরুল ইসলাম ফোরকান, শিশির চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা নুরুল হক জোমাদ্দার চান, মো. মহসিন হোসেন নকীব, এসএম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজ, সিকদার মো. কাজল, মো. শাখাওয়াত হোসেন অপু, কাওছার আহম্মেদ জেনিভ, মো. জাহিদ হোসেন মল্লিক, মাওলানা দেলোয়ার হোসাইন ও মো. আনিসুর রহমান প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ