Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দরদী মন নিয়ে রোগীর সেবা দিন : ডা. কামরুল হাসান খান

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেছেন, দরদী মন নিয়ে আপনজন মনে করে পরম মমতায় রোগীদেরকে সেবা দিতে হবে। রোগীরা যাতে চিকিৎসাসেবা নিয়ে সন্তষ্ট হয়ে বাড়ি ফিরে যেতে পারেন তা সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রোগীদের সাথে হাসিমুখে কথা বলা, রোগীদের নিজ হাতে ওষুধ খাওয়ানো এবং রোগীরা কেমন আছেন সে কুশলাদি বিনিময়ের জন্য নার্সদের নির্দেশ দেয়া হয়েছে।রোগীদের সাথে এমন আচরণ করা যাবে না যাতে তাঁরা অসন্তুষ্ট হয় এবং অভিযোগ দিতে বাধ্য হন। গতকাল বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৩য় ব্যাচের মেধাবী নার্সদের নিয়োগপত্র প্রদানকালে তিনি এসব কথা বলেন। মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগে ভর্তির সুযোগ পান। এ বিশ^বিদ্যালয়ে ৪ বছর অধ্যয়নের সকল পরীক্ষায় উত্তীর্ণ ও ৬ মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করাসহ বাংলাদেশ নার্সিং এন্ড মিডিওয়াইফারি কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁরা নার্স হিসেবে চাকুরি করার যোগ্যতা অর্জন করেন।
নিয়োগপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মেবেল ডি রোজারিও, চীফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম, উপ- রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সেবা তত্ত¡াবধায়ক সান্তনা রাণী দাস, অতিরিক্ত সেবা তত্ত¡াবধায়ক হালিমা বেগম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ