Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসী নারীকর্মীর অধিকার নিয়ে সংলাপ

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:৩৬ পিএম

স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ইউএনওমেন বাংলাদেশের আয়োজনে নারী অভিবাসী কর্মীর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক কৌশল নির্ধারণে মাল্টি স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার। নারী অভিবাসী কর্মীর উপর মূল নিবন্ধটি উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের রেখা সাহা এবং এর উপর আলোকপাত করেন ইউএনওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ