Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেষ্ঠ ভ্যাটদাতা ওয়ালটন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক প্রতিবেদক : সদ্য সমাপ্ত ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এবারো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন সম্মাননা পেয়েছে। এ বছর ১০ টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত সোমবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এই সম্মানান দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে ওয়ালটনের পক্ষে পরিচালক এসএম মাহবুবুল আলম সম্মাননা সনদ ও ক্রেস্ট নেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এসএম মাহবুবুল আলম বলেন, ক্রেতারা ভালোবেসে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন পণ্য কিনেছেন বলেই মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানে সক্ষম হয়েছি আমরা। এই কৃত্বিতের বড় অংশীদার মেলায় আগত ক্রেতারা। সূত্র মতে, এবারের বাণিজ্য মেলায় ওয়ালটন সর্বমোট ৩৮ লাখ ১৯ হাজার ২৩০ টাকা ভ্যাট প্রদান করে। গত ১৩ বছর ধরে দেশের সর্ববৃহৎ এই মেলায় সবচেয়ে বেশি ভ্যাট দেয়ার স্বীকৃতি পেয়ে আসছে ওয়ালটন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ