পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ৮ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের দুর্নীতি মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। এই মামলা হয়েছে তত্ত¡াবধায়ক সরকারের সময়। আমরা বলেছি এই মামলায় আদালতের মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোন আপত্তি নেই।
রায়ের আগে পরে দেশে যে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না মন্তব্য করে হানিফ বলেন, এই মামলার রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মামলার রায়ের আগে পরে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতে বিএনপি নেত্রী দেশের মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে গিয়ে আপনি বলেছেন দেশের মানুষের চোখের ভাষা বুঝতে হবে। এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে।
বিএনপি নেত্রীর দৈন্যতা থেকে এতিমের টাকা আত্মসাত করেছেন দাবি করে হানিফ বলেন, এই দেশে আইন সরবার জন্য সমান। আইনের চোখে আপনি অপরাধী হলে শাস্তি আপনাকে পেতে হবে। তিনি বলেন, আপনি এতই দৈন্যতায় ছিলেন যে আপনার এতিমের টাকা আত্মসাত করতে হয়েছে। এতিমের টাকা আত্মসাত করা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি মানুষের কর্মের ফল আখেরাতে পেতে হবে। এতিমের টাকা আত্মসাত করতে আপনার কুন্ঠাবোধ হয় না।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।