Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইস প্রেসিডেন্ট আলাঁ বেরসে

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাঁ বেরসেত বলেছেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে সম্মান ও মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের পাশে থাকবে বলে ঘোষণা করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট।
বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণ-পোষণ বাংলাদেশ একার পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ড সরকার রোহিঙ্গা সঙ্কটে ত্রাণসহ সব ধরনের সহযোগিতায় করে যাবে। যতদিন রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবে না, ততদিন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাঁ বেরসে। গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাঁ বেরসে এসব কথা বলেছেন। নিজ দেশ মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বেলা ১১টার দিকে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে করে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। বিকেল ৩টায় তিনি ক্যাম্প ত্যাগ করেন।
তিনি বলেন, সম্মানজনক জীবন যাপন করা রোহিঙ্গাদের অধিকার। নিজ দেশের সরকারি বাহিনীর হাতে নির্যাতনে এভাবে তাদের বাস্তুচ্যুত করা সভ্য সমাজ সমর্থন করে না। রোহিঙ্গাদের সঙ্কটময় মুহূর্তে প্রতিবেশী বাংলাদেশের মানবিক ভূমিকা প্রশংসার দাবি রাখে। তবে এ সঙ্কটের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত। তিনি বলেন, মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বরাবরের মতো বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সুইস প্রেসিডেন্ট আলাঁ বেরসে কুতপালং রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি বøক ঘুরে দেখেন। ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সাথে কথা বলে তাদের উপর মিয়ানমার সামরিক জান্তার বর্বর নির্যাতনের কথা শোনেন। সুইস প্রেসিডেন্ট কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ বøকের চিকিৎসা কার্যক্রম এবং ডি-৫ বøকের ত্রাণ কার্যক্রম পরিদর্শনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ (উপ-সচিব) মো: রেজাউল করিম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল টুটুল, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, আইওএম ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
সুইস প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পূর্বে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্বিক অবস্থা ঘুরে দেখেন।
এদিকে, সুইস প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফলে পুরো এলাকায় কোন প্রকার যানবাহন চলাচল করতে দেয়নি প্রশাসন। বন্ধ ছিল দোকানপাটও। গতকাল মঙ্গলবার ভোর থেকেই এ পরিস্থিতিতে চলাচলে হিমশিম খেতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীসহ সর্বসাধারণের। উল্লেখ্য চারদিনের সফরে সোমবার বাংলাদেশ এসেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাঁ বেরসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ