Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে শাহজালাল সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ দিনে ক্ষতি ২ কোটি টাকা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সিলেট ব্যুরো : সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার উৎপাদিত সার সারাদেশের কৃষি সারের উল্লেখযোগ্য চাহিদা মেঠায়। এ সারের উপর নির্ভর করে দেশের অধিকাংশ ফসলি আবাদ। কিন্তু গতকাল সকাল ১১ টায় সারকারখানার গ্যাস বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস। তাতে সার উৎপাদন বন্ধ হয়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে কারখানা। ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সারকারখানা কর্তৃপক্ষের আপত্তি থাকা স্বত্বেও জালালাবাদ গ্যাস তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। যে কারনে সার উৎপাদন বন্ধ হয়ে প্রতিদিন কমপক্ষে দুই কোটি টাকা হারে ক্ষতি হবে। তিনি জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারন হিসাবে জালালাবাদ জানিয়েছে যে সেচ প্রকল্পে গ্যাস সরবরাহের চাপ আছে। দ্রæত গ্যাস সরবরাহ না করলে বিশাল আর্থিক ক্ষতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উল্লেখ শাহজালাল সারকারখানার উৎপাদন শুরুতে ২০১৬-২০১৭ অর্থ বছরে লোকসান হয় ২৩৯ কোটি টাকা। এদিকে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা যাতে উত্তেজনা সৃষ্টি না করে যে জন্য সারকারখানায় পুলিশ অবস্থান নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ