Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমই ঋণ বিতরণ করবে ২৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ বিতরণ বাড়াতে নতুন করে আরও ছয় ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে নতুন ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প (এসএমইডিপি-২) তহবিল হতে পুনঃঅর্থায়ন গ্রহণের লক্ষ্যে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে। ফলে এসএমই খাত উন্নয়নে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে এখন ১৮ ব্যাংক ও ১১ আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ করতে পারবে। আগে চুক্তি আওতায় ছিল ১২ ব্যাংক ও সাত আর্থিক প্রতিষ্ঠান।
নতুন চুক্তি করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথউস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ