পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মিরে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে কর্মকর্তাসহ ভারতীয় চার সেনা সদস্য নিহত ও এক শিশুসহ অন্য পাঁচ জন আহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল (সোমবার) জম্মু-কাশ্মির বিধানসভায় তুমুল গোলযোগ সৃষ্টি হলে স্পিকার কবিন্দর গুপ্তাকে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করে দিতে হয়। গত রোববার বিকেলে রাজৌরি জেলার ভিম্বার গলি সেক্টরে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিবর্ষণ শুরু হয়। পাকিস্তানি বাহিনীর গুলিতে ক্যাপ্টেন কপিল কুন্ডু (২২), হাবিলদার রোশন লাল (৪২), রাইফেলম্যান রাম অবতার (২৭) এবং রাইফেলম্যান শুভম সিংহ (২৩) নিহত হয়েছেন।
গতকাল (সোমবার) বিধানসভার কাজ শুরু হতেই বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স বিধায়করা পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। বিজেপি বিধায়ক রবিন্দর রায়না পাকিস্তানবিরোধী সেøাগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন।
ন্যাশনাল কনফারেন্স বিধায়ক দেবেন্দর সিং রানা এবং বিধায়ক আলী মুহাম্মদ সাগর স্পিকার কবিন্দর গুপ্তার দৃষ্টি আকর্ষণ করে সীমান্তে একনাগাড়ে গোলাগুলি বর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিবৃতি দাবি করেন। কতদিন ধরে এসব চলবে- বিধানসভায় এ প্রশ্নও ছুঁড়ে দেন তারা।
অন্যদিকে, কুলগাম এলাকায় সেনাবাহিনীর গুলিতে এক তরুণ আহত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল কনফারেন্স বিধায় আলতাফ কালু। বিরোধী সদস্যরা এসময় ‘মোদি সরকার, হায়! হায়!’, ‘পিডিপি-বিজেপি সরকার হায়! হায়!’, ‘আরএসএস সরকার হায় হায়!’ সেøাগান দেন।
ন্যাশনাল কনফারেন্স বিধায়করা বিজেপি সদস্যদের উদ্দেশে ‘আপনাদের ৫৬ ইঞ্চি বুকের ছাতি কোথায় গেল’ বলে কটাক্ষ করেন। বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকারকে দশ মিনিটের জন্য অধিবেশনের কাজ মুলতবি করে দিতে হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এ বছর যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা বেশি। গত রোববার তারা পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা পাকিস্তানের কৃতকর্মকে ক্ষমা করব না।’
‘যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের বোকামি প্রমাণিত হবে এবং তাদেরকে এজন্য ভারী মূল্য দিতে হবে’ বলেও হংসরাজ আহির মন্তব্য করেছেন। সূত্র : আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।