পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতি পীর সাহেব চরানাই বলেছেন, প্রশাসনিক দুর্নীতির সাথে পাল্লা দিয়ে মানুষের আশা ভরসাস্থল বিচার বিভাগও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দেশ অনিবার্য ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্র পক্ষের প্রধান আইন কর্মকর্তা এটর্নী জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম “উচ্চ আদালতের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, “আদালতের অধিকাংশ কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছেন এ থেকে সৎ ব্যক্তিরা কতক্ষণ টিকতে পারবে?” “আদালতের কিছু অসাধু কর্মচারী মামলা নিচ থেকে কার্যতালিকার উপরে এনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ, রায় জালিয়াতির বিষয়টিও তুলে ধরেন”। পীর সাহেব বলেন, সর্বোচ্চ আদালতেরই যদি হয় এ অবস্থা, তাহলে দেশের অন্যান্য সেক্টরগুলোর কী অবস্থা তা সহজেই অনুমেয়।
পীর সাহেব চরমোনাই বলেন, দুর্নীতির মহাসমূদ্র থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই।
ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, আইন-শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনকে দূবির্ষহ করে তুলেছে। তিনি বলেন, বর্তমানে দুর্নীতি রাষ্ট্রীয়ভাবে চলছে। সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। এমতাবস্থায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য নেতাকমীদের প্রতি আহŸান জানান।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।