পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। গতকাল সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। সাক্ষাতের শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতিকে উদ্দেশে বলেন, সাংবাদিকরা এসেছেন। জবাবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমিও সাংবাদিক ছিলাম। এ সময় কয়েকজন নারী সাংবাদিকও উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা খুব ভালো দিক। ল’রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন এলআরএফ সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহ-সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেনসহ আইন বিটে কমর্রত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী থাকাকালীন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একটি জাতীয় দৈনিকের আইনবিষয়ক প্রতিবেদক ছিলেন। গত ২ ফেব্রæয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। গত রোববার প্রথম কর্মদিবসে অ্যার্টনি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।