পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (রোববার) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের পর দলের সর্বোচ্চ ফোরামের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন দলের নেতাকর্মীরা। গতকাল অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের অন্যতম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান অসুস্থ এবং গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।
বৈঠক সূত্রে জানা যায়, নির্বাহী কমিটির সভায় দলের নেতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে তৃণমূলের নেতারা অতীতের আন্দোলনের ব্যর্থতার জন্য ঢাকা তথা কেন্দ্রের নেতাদের মাঠে না নামাকে দায়ী করেন। এছাড়াও ৮ ফেব্রæয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণা নিয়ে দলের করণীয় ও আন্দোলন সংগ্রামের প্রস্তাব দিয়েছেন নির্বাহী কমিটির সদস্য ও সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা। এবারও আন্দোলনের জন্য তৃণমূল প্রস্তুত বেগম খালেদা জিয়া বললে সারাদেশ অচল করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। কিন্তু সবার আগে কেন্দ্রীয় নেতাদের মাঠে নামানোর জন্য খালেদা জিয়াকে পরামর্শও দিয়েছেন তারা। নির্বাহী কমিটির এই সভার পর স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আন্দোলনের কর্মসূচি ও কর্মপন্থা কি হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয়নি। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।