পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্রম কল্যাণ সম্মেলনে-২৯ টি উইংয়ের-৪৪ কর্মকর্তার যোগদান
স্টাফ রির্পোার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, অভিবাসী বাংলাদেশী কর্মীদের সেবা নিশ্চিত করণে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন দেশের শ্রম কল্যাণ উইং-এ দূর-দুরান্ত থেকে যে সকল কর্মীরা সেবা নিতে আসে তারা যেন হাসি মুখে সেবা নিয়ে কর্মস্থলে ফিরে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেবা পেতে তাদের সময়, ভিজিট ও যাতায়াত খরচ কমানোর দিকে সজাগ থাকতে হবে। কোন কর্মীই যেন সেবা না নিয়ে ফিরে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রবাসী মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অর্জনে অংশীদার প্রবাসী বাংলাদেশি কর্মীরাও। তারা বিদেশে কর্মসংস্থান তৈরি ও রেমিটেন্স প্রেরণসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। গতকাল রোববার সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে শ্রম কল্যাণ সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন। পাঁচ দিন ব্যাপী শ্রম কল্যাণ সম্মেলন ২০১৮ তে ২৬টি দেশের ২৯টি শ্রম কল্যাণ উইংয়ের নতুন ৪জন সহ মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা এবং বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে প্রধানমন্ত্রী’র আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী লেবার উইংগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন । তিনি বর্হিবিশ্বে অভিবাসী বাংলাদেশী কর্মীদের সেবারমান বাড়াতে সর্বাত্বক প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন। প্রবাসী মন্ত্রী বলেন, এক কোটির অধিক অভিবাসী বাংলাদেশি কর্মী এবং তাদের পরিবারভ‚ক্ত আরও প্রায় পাঁচ কোটি মানুষের কল্যাণের স্বার্থে আপনারা (শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তা) সরাসরি যুক্ত। ওয়েজ আর্নার্স কলাণ বোর্ডসহ অন্যান্য সকল কল্যাণমূলক সেবা ও সুযোগ-সুবিধার সহযোগিতা প্রদানে আপনাদেরকে সর্বদা কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে সচিব বলেন, শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন নিয়মিত কার্যক্রম। তবে এবারের সম্মেলনটি ব্যতিক্রমী। আপনারা জানেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২টি প্রধান উদ্দেশ্য, প্রথমটি বৈদেশিক কর্মসংস্থান তৈরি করা এবং দ্বিতীয়টি প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।