পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে কোনো অশুভ তৎপরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী।
গতকাল রবিবার দুপুরে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর (উওর) আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
অর্থ আত্মসাৎ করবেন কিন্তু বিচার মানবেন না সেটা হবে না জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ বলেন, চুরি করবেন, আত্মসাৎ করবেন আবার বিচারের রায় মানবেন না; এটা জনগণ মানবে না। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ওই দিনটি বিশেষ কোন দিন নয়। তত্ত¡াবধায়ক সরকারের সময় ওই মামলাটি হয়েছিল। যদি তিনি দোষী হন তাহলে তার বিরুদ্ধে রায় হবে। এটা আদালতের এখতিয়ার। যদি তিনি এতিমের টাকা আত্মসাৎ না করেন তাহলে তাকে তা আদালতে প্রমাণ করতে হবে। এটা নিয়ে কোন সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেয়া হবে না। যে কোন ব্যাক্তির বিরুদ্ধে মামলা হতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে শাস্তি পাবে, এটাই আইন, এটাই বিধান। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন ভালো আছে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আপনিই এক সময় বলেছিলেন, নিরপেক্ষ কেউ নেই। আবার আপনিই এখন নিরেপেক্ষ সরকারের দাবি জানাচ্ছেন।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, খালেদা জিয়া ইভিএম’র কথা জানিয়েছেন। এ নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারাই ঠিক করবে কীভাবে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে আওয়ামী লীগ কর্মী এবং জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। যদি কোন এলাকায় বিএনপি জামায়াত কর্মীরা বিশৃঙ্খলা করতে চায় আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন। হানিফ বলেন, ২০১৪-২০১৫ সালে যারা আগুন সন্ত্রাস করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত- স্বরাষ্ট্রমন্ত্রী: একই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারিকে ঘিরে সব ধরনের নৈরাজ্য পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে আর কোন নাশকতা ও নৈরাজ্য হতে দেবে না। এতে কেউ বাধা দিলে এদেশের মানুষ তা সহ্য করবে না। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে চাই। আমরা উন্নত বাংলাদেশ চাই। আমরা অন্ধকারে যেতে চাই না। যদি কেউ কোন নৈরাজ্য সৃষ্টি করে তাহলে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।