পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : রাস্তায় সহিংসতা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির বিচারের রায় বন্ধ করা যাবে না বলে মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী ও ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন আইন সাধারণ মানুষের জন্য যা খালেদার জন্যও তাই। গতকাল (শুক্রবার) নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলটির চট্টগ্রাম জেলা বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এধরণের ঘটনা ঘটানোর চেষ্টা হলে ২০১৪ সালের মতো জনগণ তাদের কঠোরভাবে প্রতিহত করবে। বিহারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব যদি দুর্নীতির জন্য জেলের ভাত খেতে পারেন, স¤প্রতি বিভিন্ন দেশের শাসকরা দুর্নীতির জন্য যদি সাজা খাটতে পারেন খালেদা জিয়ার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন? আর এখানেতো এতিমের হক মারা হয়েছে। এ অপরাধ অত্যন্ত ন্যাক্কারজনক এবং তা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মন্তব্য করে মেনন বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোন অঘটন ঘটাতে চায় সে সম্পর্কে পার্টির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মামলার রায় সম্পর্কে বিএনপি এমনই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে দলের গঠনতন্ত্রের এতদ্সংক্রান্ত ধারাও পরিবর্তন করেছে। আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন নয়, দুর্নীতি, সা¤প্রদায়িকতা জঙ্গিবাদের প্রসার এবং তাদের ওপর নির্ভরতাই বিএনপির আসল বৈশিষ্ট্য। ইতিহাস হচ্ছে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দুর্নীতিকে তার রাজনীতির প্রধান উপজীব্য করেছিলেন। আর বিএনপি-জামায়াত শাসনের সময় দুর্নীতিকে সমাজদেহে প্রোথিত করে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তোলে।
এ বছরকে দেশের জন্য গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাশেদ খান মেনন বলেন, ডিসেম্বরের নির্বাচনে সিদ্ধান্ত হবে দেশের বর্তমানে অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক উন্নয়নের ধারা অগ্রসর হবে, নাকি বিএনপি-জামায়াতের দুর্নীতি, দূর্বৃত্তায়ন, হাওয়া ভবনের লুটপাট, সা¤প্রদায়িক সহিংসতা, জঙ্গিবাদের অতল গহবরে পুনরায় পতিত হবে।
ওর্য়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড আবু হানিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য কমরেড নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, মোক্তার আহম্মদ, দিদারুল আলম চৌধুরী, প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।