Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকের সহকারী হয়ে আসছে রোবট

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রথমবারের মত চিকিৎসকের সহকারী হিসেবে শিগগিরিই আসছে রোবট। এ রোবটের দেহের মধ্যেই থ্কাবে চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ। সং¤িøষ্ট চিকিৎসক ও রোবটের সহায়তায় রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। চিকিৎসকের ম্যাসেজ পাওয়া মাত্রই রোবট অনলাইনের মাধ্যমে লোকেশান সার্চ করে নির্দিষ্ট স্থানে গিয়ে হাজির হবে। শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ রোবট পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। প্রধামন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এর উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল এ তথ্য জানান। এর আগে গত বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহীতে প্রথম ইনোভেশন হাব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মাসুম হাবিব। উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, রাজশাহী অঞ্চলের মেডিকেল শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা চিহিৃতকরণ ও সমাধানের লক্ষ্যে ইনোভেশন হাব চালু করা হলো। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবীব, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেনারেল জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভোকাল পার্সন ডা. জাওয়াদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইনোভেশন হাব এর কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ