Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সপ্তাহজুড়ে পতন আতঙ্ক

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে এক প্রকার আতঙ্কের মধ্য দিয়েই সপ্তাহ পার করেছেন বিনিয়োগকারীরা। নতুন মুদ্রানীতি ঘোষণা, ঋণ আমানতের অনুপাত (এডিআর) কমানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে নানা গুঞ্জন এ আতঙ্ক ছড়িয়ে। যার নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক পুঁজি বাজারে। ফলে মূল্য সূচকের বড় পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, যে গুঞ্জনের ওপর ভর করে বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্থ হয়েছেন তার কোনো ভিত্তি নেই। একটি চক্র কম দামে শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের মধ্যে পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছেন।
তবে বাজার সংশ্লিষ্টদের বার্তায় সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্ক কাটছে না। যার ফলে গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসে বড় দরপতন হয়েছে। এতে শেষ সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯৪ দশমিক ৩৬ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ৯৩ দশমিক ৫৭ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে শেষ সপ্তাহে ডিএসই-৩০ কমেছে ৭৬ দশমিক ৭৭ পয়েন্ট। যা আগের সপ্তাহে এ সূচক বেড়েছিল ৬৩ দশমিক ৫৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৪ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ২৭ দশমিক ৫২ পয়েন্ট। শেষ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৪৮টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি শেয়ারেরর দাম।
মূল্য সূচকের বড় পতনের পাশাপাশি শেষ সপ্তাহে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৪৯ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৪ কোটি ৬৬ লাখ টাকা বা ১২ দশমিক ১৭ শতাংশ। গড় লেনদেনের পাশাপাশি মোট লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৭৩ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় দুই হাজার ২৪৬ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩১ লাখ টাকা।
ডিএসইর বাজার মূলধনের পরিমাণও কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে চার লাখ ১৭ হাজার ৬৫৮ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ২৬ হাজার ৭৯৯ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ