পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা ও ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। গতকাল (বৃহস্পতিবার) রাত সোয়া ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শেষ হয় সাড়ে ৯টায়। স্বাভাবিকভাবে স্থায়ী কমিটির সভা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হলেও গতকালের স্থায়ী কমিটির সভায় অনুপস্থিত ছিলেন তিনি। ফলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কোন কিছু বলেননি। তবে জানা যায়, আগামীকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাহী কমিটির সভা। যেখানে নির্বাহী কমিটির ৫০২ জন সদস্য ছাড়াও বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবে। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায়ের বিষয়ে করণীয়, রাজনৈতিক কৌশল ও আন্দোলন-সংগ্রামের দিক নির্দেশনা দেওয়া হবে এই সভায়। আর সভার বিষয়েই করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। যা চেয়ারপারসনের অনুমোদন সাপেক্ষে নির্বাহী কমিটির সভায় জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।